দেশ বিদেশ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে ফেনীর যুবক নিহত

ফেনী প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে ইকবাল হোসেন (৩০) নামে ফেনীর দাগনভূঁঞার এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুপনটিনের বোচাবিলু এলাকায় তার দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। নিহত বিপ্লব দাগনভূঁঞার পৌর শহরের আমান উল্যাহপুর গ্রামের শাফি কোম্পানি বাড়ির মফিজুর রহমানের ছেলে। নিহতের বাবা মফিজুর রহমান জানায়, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় ইকবাল। আফ্রিকার ব্লুপনটিনের বোচাবিলু এলাকায় তার দোকানে ইকবাল কাজ করার সময় মঙ্গলবার রাতে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা দোকানে হামলা চালায়। এ সময় সে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে আফ্রিকায় থাকা নিহতের ছোট ভাই ইমরান হোসেন সুমন হাসপাতালের মর্গে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন। পরে বিষয়টি ফেনীর দাগনভূঁঞায় বাবা-মাকে ফোন করে জানান। এদিকে বড় ছেলে ইকবালের মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। ছেলেকে হারিয়ে বাবা-মা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। ইকবালের স্ত্রী নাসরীন আক্তার কান্নায় ভেঙে পড়ছেন। মফিজুর রহমানের চার ছেলে ও এক মেয়ের মধ্যে নিহত ইকবাল সবার বড়। দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানান, ইকবালের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। প্রসঙ্গত, বিগত এক মাসে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে ফেনীর চার যুবক নিহত হয়েছে। যাদের মধ্যে তিনজনই দাগনভূঁঞার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status