রকমারি

স্পেনের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য বিচার

অনলাইন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪৪ পূর্বাহ্ন

স্পেনে মঙ্গলবার কাতালুনিয়ার বিচ্ছিন্নতাকামীদের বিচার শুরু হয়েছে৷ একে দেশটির শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য বিচার বলে আখ্যায়িত করা হচ্ছে৷

কীসের বিচার?
 
২০১৭ সালে কাতালুনিয়ার রাজ্য সরকার রাজ্যের স্বাধীনতার লক্ষ্যে একটি গণভোট (ছবি) আয়োজন করেছিল। স্পেনের সাংবিধানিক আদালত অবশ্য সেই গণভোট আয়োজনকে অবৈধ বলে রায় দিয়েছিল৷ গণভোটের ২৬ দিন পর কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এসব ঘটনায় স্পেনের তৎকালীন সরকার কাতালুনিয়ার সরকার ভেঙে রাজ্যের ক্ষমতা কেন্দ্রে নিয়ে যায়৷ এবং বিচ্ছিন্নতাকামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে৷
 

কাদের বিচার?
মোট বার জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ এর মধ্যে ১০ জন রাজনীতিবিদ, বাকি দুজন অ্যাক্টিভিস্ট৷ রাজনীতিবিদদের মধ্যে আছেন কাতালুনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল শোঙকেরাস, রাজ্য সরকারের সাবেক স্পিকার এবং মন্ত্রিসভার কয়েকজন সাবেক সদস্য৷

অভিযোগ
কাতালুনিয়ার সাবেক ভাইস-প্রেসিডেন্ট শোঙকেরাসের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে৷ আর জনগণের টাকা খরচ করে গণভোট আয়োজন করায় মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে৷ এছাড়া রাষ্ট্রদোহিতা ও অবাধ্যতার অভিযোগ আনা হয়েছে৷

রায় কবে?
প্রায় ৫০০ জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনা হবে৷ ফলে বিচার কার্য শেষ হতে অন্তত তিনমাস লাগবে৷ এরপর রায় হতে লাগবে আরো কয়েক মাস৷ বিচারকার্য টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে৷ ছবিতে স্পেনের সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন যেখানে বিচার চলছে৷

সাজার মেয়াদ
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে কাতালুনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট শোঙকেরাসের ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে৷ এছাড়া স্পিকার ও দুই অ্যাক্টিভিস্টের ১৭ বছরের জেল হতে পারে৷  

আপিলের সুযোগ
রায় যা-ই হোক না কেন দুই পক্ষই আপিল করতে পারবে৷ এছাড়া অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাইলে কেন্দ্রীয় সরকারের ক্ষমা করে দেয়ার সুযোগ থাকবে৷

পুজদেমন কোথায়?
গণভোট আয়োজনের সময় কাতালুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন কার্লেস পুজদেমন৷ গণভোটের পর তিনি পালিয়ে প্রথমে ব্রাসেলস চলে যান৷ এখন আছেন জার্মানিতে৷ স্পেন তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল৷ কিন্তু জার্মানির এক আদালত বলেছে, বিদ্রোহের অভিযোগে বিচার জন্য পুজদেমনকে স্পেনে পাঠানো যাবে না৷ ফলে তিনি এখনো জার্মানিতেই আছেন৷

সংঘাতের শুরু
২০১৭ সালের গণভোট আয়োজনের প্রেক্ষাপট জানতে ২০১০ সালে ফিরে যেতে হবে৷ সেই সময় কাতালুনিয়ার আঞ্চলিক চার্টার বা সনদে কাতালুনিয়াকে নেশন হিসেবে উল্লেখ করা হয়েছিল৷ কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত সেটি ফেলে দেন৷ ঐ ঘটনার পর কাতালুনিয়ায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গতি পায়৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status