বিশ্বজমিন

ফিলিপাইনে জামিন পেলেন পুরস্কারবিজয়ী সাংবাদিক

মানবজমিন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ২:৫৭ পূর্বাহ্ন

তীব্র সমালোচনার পর জামিনে মুক্তি পেয়েছেন ফিলিপাইনের একজন সাংবাদিক। পুরস্কার বিজয়ী এই সাংবাদিকের নাম মারিয়া রেসা। তিনি সংবাদভিত্তিক ওয়েবসাইট র‌্যাপলারের প্রধান। তার ওয়েবসাইটটি প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের কড়া সমালোচনাকারী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মারিয়া রেসার অভিযোগ, সরকার ক্ষমতার অপব্যবহার করছে। আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিডিয়ার বিষয়ে যারা নজরদারি করেন, তারা মারিয়া রেসার বিরুদ্ধে আনীত অভিযোগকে ভীতি প্রদর্শনের জন্য আনা হয়েছে বলে অভিযোগ করেছেন। ওই সাংবাদিক জামিন পাওয়ার পর বলেছেন, আপনাদেরকে ক্ষোভ কথা জানাতে হবে এবং তা এখনই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা শুরু সাংবাদিকদের জন্যই নয়, শুধু আমাদের জন্যই নয়, শুধু আমার জন্যই নয়, এটা শুধু র‌্যাপলারের জন্যই নয়। প্রতিজন ফিলিপিনো নাগরিককে সত্য বিষয়ক যে অধিকার দেয়া হয়েছে তার ভিত্তি হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা।
২০১২ সালে র‌্যাপলারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে সাইবার বা অনলাইনে প্রকাশিত একটি আর্টিকেলে অন্যের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ আনা হয় রেসার বিরুদ্ধে। ওই আর্টিকেল বা লেখাটি ২০১৪ সালে আপডেট করা হয়। এতে ফিলিপাইনের একজন ব্যবসায়ীকে হত্যা, মানব পাচার, মাদক পাচারের সঙ্গে যুক্ত দেখানো হয়। ওই রিপোর্টে ২০০২ সালের একটি গোয়েন্দা রিপোর্টের তথ্যকে ভিত্তি হিসেবে ওই রিপোর্ট প্রকাশ করে র‌্যাপলার। তবে কোন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সেটা তা প্রকাশ করে নি র‌্যাপলার। ওই ব্যবসায়ীর আইনজীবী বলেছেন, রিপোর্টে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভুল এবং ওই লেখাটি মানহানীকর। এ জন্য ওই ব্যবসায়ী এ ঘটনা থেকে তার নাম বাদ দেয়ার দাবি জানান। ওদিকে র‌্যাপলারের বিরুদ্ধে নিজের ক্ষোভকে পুষে রাখতে পারেন নি প্রেসিডেন্ট দুতের্তে। বার বারই তিনি এ সাইটটির সাংবাদিকদের বিরুদ্ধে লেগেই থাকেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status