দেশ বিদেশ

টিআরএনবি’র প্রতিষ্ঠার ১১ বছর উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

কেক কেটে মঙ্গলবার রাতে উদ্‌যাপন করা হলো টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি, মোবাইলফোন অপারেটরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। এ ছাড়া এই খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেন খাত বিশেষজ্ঞ সুপরিচিত ব্যক্তিবর্গ এবং পেশাদার সিনিয়র সাংবাদিকরা। সবাই সংগঠনটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা জানান। এর মধ্যে রয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, টেলিটকের এমডি সাহাব উদ্দিন, বিটিসিএলের এমডি মো. হারুন অর রশিদ। প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী, বিএমপিআই’র সভাপতি রুহুল আমিন আল মাহবুব, আইএসপিএবি’র সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, টিআরএনবি সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক সমীর কুমার দে’সহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status