খেলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে চ্যালেঞ্জ বাড়লো টাইগারদের

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়রা টেস্ট সিরিজ (২-১) জিতে নেয়ায় র‌্যাঙ্কিংয়ে চ্যালেঞ্জ বাড়লো বাংলাদেশের। এতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ায় ৮-এ। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেই সেটি কমানোর সুযোগ পাচ্ছে টাইগাররা। আর কিউইদের বিপক্ষে সিরিজ জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ। সবশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ৭ পয়েন্ট অর্জন করে উইন্ডিজ। অষ্টম স্থানে থাকা ক্যারিবীয়দের সংগ্রহ এখন ৭৭ পয়েন্ট। ৬৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ। হ্যামিল্টনে আগামী ২৮শে ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ যেকোনো ব্যবধানে সিরিজ ড্র করলে পয়েন্ট দাঁড়াবে ৭৪। এতে উইন্ডিজের  সঙ্গে ব্যবধান কমে আসবে ৩ পয়েন্টে। আর টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৮-এ উঠতে হলে বাংলাদেশকে সিরিজ জিততেই হবে। নিজেদের পক্ষে ফলাফল ১-০ হলে ৭৮, ২-০ হলে ৭৯, ২-১ হলে ৭৮, ৩-০ করতে পারলে পয়েন্ট হবে ৮১। আবার এই ব্যবধানে হারলে পয়েন্ট হবে যথাক্রমে ৭১, ৬৯, ৭১, ৬৭। বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নিজ মাঠে দাপটের সঙ্গে টানা দুই টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করে তারা। তৃতীয় ও শেষ টেস্টে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় ইংল্যান্ড। আর সিরিজ হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে অবনমন হয় ইংল্যান্ডের। ৪ রেটিং পয়েন্ট খোয়ায় জো রুটের দল। আর শীর্ষ তিনে উঠে আসে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সমান ১০৪ পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১১০) ও নিউজিল্যান্ড (১০৭)। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান (৮৮)। আর ৮৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status