খেলা

মোহামেডানের টানা চতুর্থ হার

স্পোর্টস রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আরো একটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ নিয়ে লীগে টানা চার ম্যাচে হারের স্বাদ পেলো মতিঝিলপাড়ার এই ঐতিহ্যবাহী দলটি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারায় মোহামেডানকে। এই জয়ে সাইফ স্পোর্টিং পয়েন্ট টেবিলের দু’য়ে উঠে এলো আর ১১তম স্থানে নেমে গেছে সাদা কালোরা।
সাদা-কালো জার্সিকে গর্বের মনে করা হতো। ঐতিহ্যবাহী এই জার্সি গায়ে চাপালে মনের জোর দ্বিগুণ বেড়ে যেতো ফুটবলারদের। এই জার্সি রক্তে কাঁপন ধরাতো লাখো ফুটবলপ্রেমীর। অথচ আজ সেই মোহামেডানের কী করুণ দশা! বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম তিন আসরের রানার্সআপরা এখন রেলিগেশন এড়াতেই ব্যস্ত থাকে। হতশ্রী অবস্থা দেখে গ্যালারিতেও স্থির থাকতে পারেন না সমর্থকরা। প্রিয় দলের এমন টানা হারে কালও ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের একচোট নিয়েছেন তারা। শক্তির দিক দিয়ে সাইফ এগিয়ে ছিল ম্যাচে- তা নিঃসন্দেহে বলা যায়। ম্যাচের শুরু থেকেই সাদা-কালোদের সীমানায় আক্রমণ শানাতে থাকে সাইফ স্পোর্টিং। যার ফল তারা পেয়ে যায় ম্যাচের ১০ মিনিটেই। মোহামেডানের সীমানায় বল পেয়ে সাইফের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিওনজিল পার্ক পাস দেন সতীর্থ রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস বলশাকভকে। ডেনিস তখন মোহামেডানের বক্সের কয়েক গজ দূরে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে পোস্ট ছেড়ে কিছুটা এগিয়ে আসেন মোহামেডান গোলকিপার সারোয়ার জাহান। সুযোগ বুঝে বাঁ পায়ে উঁচু শট নেন বলশাকভ। বিপদ বুঝে দ্রুততার সঙ্গেই বল বিপদমুক্ত করতে পিছিয়ে যান গোলকিপার। কিন্তু শেষ রক্ষাটা করতে পারলেন না। ততক্ষণে তার মাথার ওপর দিয়ে বল আশ্রয় নেয় সাদা-কালোদের জালে (১-০)। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে সাইফের। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সিওনজিল। মোহামেডানের গোলকিপারকে কাটিয়ে সামনে এগিয়েও যাচ্ছিলেন। তখন তাকে ফাউল করে বসেন সারোয়ার। রেফারি সুজিত ব্যানার্জি সারোয়ারকে হলুদকার্ড আর সাইফের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু পার্কের ডান পায়ের শট সাইড পোস্টে লেগে মাঠের বাইরে চলে গেলে হতাশা নামে সাইফ শিবিরে। ৪৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সতীর্থকে উদ্দেশ্য করে গড়ানো পাস দেন পার্ক। ছোট বক্সের কাছে বল নিয়ে একটু থেমে ঠান্ডা মাথায় দারুণ শটে গোল আদায় করেন সাইফ স্পোর্টিং ক্লাবের কলম্বিয়ান ডিফেন্ডার ডেইনার করডোভা। ফুল ডাইভ দিয়েও বলের নাগাল পাননি তিনি। ৬৭ মিনিটে ব্যবধান কমায় সাদা-কালোরা। মাঠের বাঁ প্রান্তে কর্ণার পায় মোহামেডান। মিডফিল্ডার পাশবন মোল্লার কর্ণারের বল বক্সে লাফিয়ে উঠে হেড করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগুজি। সেই বলেই মাথা ছুইয়ে বল সাইফের জালে জড়ান বদলি ফরোয়ার্ড আমীর হাকিম বাপ্পী (২-১)। তবে ম্যাচে ড্র’য়ের যে সম্ভাবনাটা জাগিয়েছিল মোহামেডান তা আর শেষ পর্যন্ত বাস্তবে রূপ দিতে পারেনি।
আজকের খেলা
প্রিমিয়ার ফুটবল লীগ
নোফেল এসসি ও বিজেএমসি
(নোয়াখালী স্টেডিয়াম, বেলা ৩টা)
বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ
(নীলফামারী স্টেডিয়াম, বেলা ৩টা)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status