খেলা

ধবলধোলাইয়ের লজ্জা এড়ালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৫ পূর্বাহ্ন

সেন্ট লুসিয়ায় ক্রিকেটের জনক ইংল্যান্ডের সম্মান বাঁচালো জো রুট বাহিনী। টানা দুই টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়ানো দলটি তৃতীয় টেস্টে জিতেছে ২৩২ রানের বড় ব্যবধানে। ২০০৪ সালের পর ক্যারিবিয়ানে এটি তাদের প্রথম জয়। সেবার বার্বাডোসে ৮ উইকেটের জয় দেখেছিল ইংলিশরা। ম্যাচের চতুর্থ দিন ৫ উইকেটে ৩৬১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পাওয়া জো রুট ১২২, জো ডেনলি ৬৯, জস বাটলার ৫৬ আর বেন স্টোকস অপরাজিত থাকেন ৪৮ রানে। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের চেয়ে ১২৩ রানে এগিয়ে থাকায় সফরকারীদের লিড দাঁড়ায় ৪৮৪ রান।  ৪৮৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯.৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টানা চার ঘণ্টা ব্যাটিং করে ১০২ রানে অপরাজিত থাকেন রস্টন চেজ। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি বৃথা গেল সতীর্থদের ব্যর্থতায়। অন্য কেউ একটা পঞ্চাশোর্ধ্ব ইনিংসও খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে পেসার আলজারি জোসেফের ব্যাট থেকে। ২৯ রান করেন আরেক পেসার কেমার রোচ। ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন আর মঈন আলী নেন ৩টি করে উইকেট। এছাড়া স্টোকস ২টি ও মার্ক উড নেন এক উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উড। সিরিজসেরার পুরস্কার ওঠে কেমার রোচের হাতে।  তিন টেস্টে সাকুল্যে ১৮ উইকেটে নিয়েছেন ডানহাতি এ পেসার। সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৪ উইকেট শিকারের কৃতিত্ব অফস্পিনার মঈন আলীর। সিরিজের তিন ইনিংসে ব্যাট করে সর্বাধিক ২২৯ রান সংগ্রহ জেসন হোল্ডারের। এতে ডাবল সেঞ্চুরির কীর্তিও রয়েছে এ ক্যারিবীয় অলরাউন্ডারের।
ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গেলেও খুশি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। নিষেধাজ্ঞার কারণে অবশ্য শেষ টেস্টটি খেলতে পারেননি তিনি। সেন্ট লুসিয়ায় ম্যাচ শেষে হোল্ডার বলেন, বিশ্বের সেরা দলে পরিণত হওয়াই এখন প্রধান লক্ষ্য তাদের, ‘আমাদের প্রথম লক্ষ্য হল নিজেদের বিশ্বসেরা দলে পরিণত করা। এজন্য আমাদের আরো উন্নতি করতে হবে।’ অপরদিকে, ইংলিশ অধিনায়ক রুট এ জয়কে আসন্ন বিশ্বকাপ ও অ্যাশেজের আগে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘দুটি বাজে হারের পর জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা দেখিয়েছে যে তারা ঘুরে দাঁড়াতে জানে।’ বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ (ফিল্ডিং)
ইংল্যান্ড: ২৭৭ ও ৩৬১/৫ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ: ১৫৪ ও ২৫২
ফল: ইংল্যান্ড ২৩২ রানে জয়ী
ম্যাচসেরা: মার্ক উড
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী
সিরিজসেরা: কেমার রোচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status