বাংলারজমিন

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কচুয়ায় খুশি ২১৬টি পরিবার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

 দেশকে অর্থনৈতিক উন্নয়নে ও দারিদ্র্যবিমোচনে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় ২শ’ ১৬টি গরিব ও অসহায় পরিবারের মাঝে গৃহনির্মাণ করা হয়। ২০১৭-২০১৮ অর্থবছরে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতি ওয়ার্ডে  ২টি করে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যাদের ১ থেকে ১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই বা ঘর থাকলেও তা বসবাসের অনুপযোগী এমন পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রতিটি গৃহনির্মাণে ১ লাখ টাকা করে ২ কোটি ১৬ লাখ টাকার বরাদ্দ প্রদান করা হয়।
আর বর্তমানে এসব গৃহনির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং কোথাও কোথাও গৃহনির্মাণ শেষে উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে ওই গৃহে বসবাস করে আসছে।
গতকাল বুধবার সরজমিন গিয়ে ৮ নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের উপকারভোগী নিরীহ ইউসুফ মিয়ার স্ত্রী পারভিন বেগম জানান, আমার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি কোনো কাজকর্ম করতে পারেন না। আমার দুটি সন্তান রয়েছে। তিনি এ গৃহ পেয়ে অনেক আনন্দিত বলে জানান। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তার মতো আরো অনেকে বলেন, আমাদের আংশিক জমি থাকলেও গৃহনির্মাণের সামর্থ্য ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগে ও স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রচেষ্টায় আমরা মাথাগোঁজার ঠাঁই পেয়েছি।
পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ জানান, আমার ইউনিয়নে ১৮টি ঘর পেয়েছি। যারা পাওয়ার উপযুক্ত এমন ব্যক্তিদের শনাক্ত করে ঘরগুলো দেয়া হয়েছে।  
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহার হিসেবে কচুয়ায় ২শ’ ১৬টি ঘর পেয়েছি। যা ইতিমধ্যে অধিকাংশ ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পথে। পরবর্তীতে আরো ঘর বরাদ্দের জন্য তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ীই পর্যায়ক্রমে সকলেই ঘর বরাদ্দ পাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status