অনলাইন

মাদকের জন্য জিরো টলারেন্স নীতি সরকারের

স্টাফ রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৭:৫৪ পূর্বাহ্ন

পুলিশ বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে উল্লেখ করে মাদক দমন করাকে পুলিশের নতুন চ্যালেঞ্জ বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দক্ষতার সঙ্গে দমন করে বাংলাদেশকে বিশ্বে একটি নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে পুলিশ। পুলিশের এখন নতুন চ্যালেঞ্জ মাদক। মাদকের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাজ করছে সরকার।’
তিনি বলেন, ১০-১৫ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। বর্তমানে পুলিশ জনবান্ধবে রূপান্তরিত হয়েছে।পুলিশ আস্থার প্রতীক হিসেবে মানুষের বিশ্বাসের জায়গা দখল করেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে ৮২ হাজার ৩১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশকে আধুনিকীকরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পুলিশ দায়িত্ব না নিলে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। এজন্য প্রধানমন্ত্রী নিজেও পুলিশকে যথেষ্ট অগ্রাধিকার দিয়ে থাকেন বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status