অনলাইন

রূপগঞ্জে গরু চোর সন্দেহে গণধোলাই দিয়ে এক যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১২:৪১ অপরাহ্ন

নারায়নগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার গভীর রাতে গরু চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে (৪০) গণধোলাই দিয়ে বিক্ষুব্ধ জনতা গুরুত্বর আহত করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল উপশহরের ৩নং সেক্টরের গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়তের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, মঙ্গলবার রাত ২টার দিকে পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টরের বেইল্লারটেক এলাকার জনৈক কৃষক ফটিকের বাড়িতে ৫/৬ জনের একদল গরুচোর গোয়ালঘর থেকে ২ টি গরু নিয়ে পালিয়ে যাবার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ধাওয়া করে স্থানীয় সী-সেল পার্কের পাশে বালুর মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করে। এসময়  গরু চোর সন্দেহে এক যুবককে  ধরে  বিক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে গুরুত্বর আহত অবস্থায় ঐ যুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১০ টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ঘটনায় পুলিশ কৃষক ফটিকের ছেলে আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক বলেন,  গরু চোর সন্দেহে এলাকাবাসী গণধোলাই দিয়ে এক যুবককে গুরুত্বর জখম করে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে ঘটনা জানার জন্য একজনকে থানায় এনেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status