শেষের পাতা

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

কূটনৈতিক রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক একটি (সরকারি) ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের (কমেন্ট) তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গতকাল বিকালে ঢাকাস্থ পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবাদ জানায়। নির্ধারিত সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে পৌঁছালে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ তার সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত বৈঠক শেষে পাকিস্তান দূতের হাতে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং প্রতিবাদ সংক্রান্ত একটি প্রটেস্ট নোট ধরিয়ে দেয়া হয়। বেরিয়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা তলবের বিষয়ে জানতে চাইলে পাকিস্তান দূত তা অস্বীকার করেন।

দাবি করেন, তলব নয়, ‘রুটিন’ বৈঠক করতে এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অবশ্য এ নিয়ে কোনো প্রেস নোট বা বিজ্ঞপ্তি ইস্যু করা হয়নি। তবে দায়িত্বশীল এক কর্মকর্তা মানবজমিনের সঙ্গে আলাপে দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা তাকে ডেকেছিলাম। এটা তলবই। ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের ডিফেন্স রিলেটেড সরকারি ওয়েবসাইট ডিফেন্স ডট. পিকেতে প্রকাশিত একটি লেখার প্রতিক্রিয়ায় কয়েকজন পাঠক কুরুচিপূর্ণ কিছু মন্তব্য করেছেন। যা গতকাল দিনের শুরুতে ঢাকার নজরে আসে।

সঙ্গে সঙ্গে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলবের সিদ্ধান্ত হয়। সে মতেই তাকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। ওই কর্মকর্তা বলেন, আমরা তার কাছে জানতে চেয়েছি তাদের সরকারি ওয়েবসাইটে যে কেউ যেকোনো কমেন্ট করতে পারে কিনা? কমেন্ট করলেও তা প্রকাশের আগে ফিল্টারিং বা সেন্সর করার কেউ আছে কিনা? জবাবে রাষ্ট্রদূত এ নিয়ে একটি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আমরা স্পষ্ট করেই বলেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘হীন তৎপরতার’ অংশ হিসেবে উদ্দেশ্যমূলকভাবে পাকিস্তান সরকার ওই সব মন্তব্য বা প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এটি অবশ্যই তুলে নিতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status