বিশ্বজমিন

অচলাবস্থা এড়াতে যুক্তরাষ্ট্রে নতুন চুক্তি

মানবজমিন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:৪৪ পূর্বাহ্ন

নতুন করে একটি শাটডাউন বা অচলাবস্থা এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। সোমবার ডেমোক্রেট ও রিপাবলিকানরা সীমান্ত নিরাপত্তা ইস্যুর মূলনীতিতে একমত হয়েছে। এর ফলে সম্ভাব্য আরেকটি আংশিক অচলাবস্থা এড়াতে পেরেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আইনপ্রণেতারা বলেছেন, তারা ওয়াশিংটনে একটি রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।
যেসব অবৈধ অভিবাসী আটক অবস্থায় আছেন তাদের পরিণতি ও সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তহবিলের দাবিকে কেন্দ্র করে আলোচনা এর আগে স্থবির হয়ে পড়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা অবলোকন করেছে।
সোমবার দিনের শেষে ট্রাম্প এ চুক্তিকে সমর্থন করেন কিনা তা বলেন নি। তবে তিনি বলেন, আমরা যেকোনো উপায়েই সীমান্তে দেয়াল নির্মাণ করছি। টেক্সাসের এল পাসোতে তিনি সমর্থকদের বলেন, ওই চুক্তি পড়ার মতো সময় তার নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভয়াবহ অপরাধীদের গণহারে ছেড়ে দিতে হবে- এমন কোনো বিলে কখনোই তিনি সই করবেন না।
ওদিকে এর আগে যে অন্তর্বর্তী বাজেট সংক্রান্ত চুক্তির মাধ্যমে অচলাবস্থা কাটানো গিয়েছিল অস্থায়ীভিত্তিতে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুক্রবার। এর মধ্যেই একটি বিল অনুমোদন করাতে হবে।
এমন অবস্থায় ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সোমবার বেশ কয়েক ঘণ্টা আলোচনা হয়। তারপর রাতে একটি চুক্তিতে উপনীত হন তারা। আলোচনা থেকে বেরিয়ে রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি বলেন, সব ইস্যুই সমাধান হয়ে গেছে। আমরা এসবের বিষয়ে একটি চুক্তি করেছি। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজে যাবেন। যদি এই চুক্তি আইনে পরিণত হয় তাহলে সরকারের সামনে পথ খোলা থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status