খেলা

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাছাইপর্বেই ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৩:৫৬ পূর্বাহ্ন

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারলো না ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েও পঞ্চম হয়েছে সেলেসাওরা। এই টুর্নামেন্ট একই সঙ্গে ফিফা যুব বিশ্বকাপের বাছাইপর্বও। শীর্ষ চারটি দল আগামী মে-জুনে পোল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের ২২তম আসরে অংশ নেবে। চিলিতে অনুষ্ঠিত ছোটদের কোপা আমেরিকায় (অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইকুয়েডর। ড্র হওয়া উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া হারলেই কেবল যুব বিশ্বকাপে খেলার আশা থাকতো ব্রাজিলের। আর আর্জেন্টিনা জিতলে তারাই চ্যাম্পিয়ন হতো। একমাত্র পেনাল্টি গোলের জয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিততে না দেয়াটাই ব্রাজিলের সান্ত¦না হতে পারে। আর্জেন্টিনা ও ইকুয়েডরের সঙ্গে যুব বিশ্বকাপের টিকিট কাটে উরুগুয়ে ও কলম্বিয়া। যুব বিশ্বকাপে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর বিগত চার আসরের মধ্যেই তিনবারই বাছাইপর্বে বাদ পড়া ব্রাজিল শিরোপা জিতেছে ৫ বার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status