ভারত

নয়াদিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরবেলায় সুপরিচিত করলবাগ এলাকার অর্পিত প্যালেস হোটেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ৩০টির বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেছে। দমকল সূত্রে খবর, ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ১৫ জন। এদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে। পরে হাসপাতালে আরও দুজন মারা গিয়েছেন। দেহগুলিকে হোটেলের বাইরে বের করে আনেন দমকলকর্মীরা। ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন হোটেলের ভিতর। দুজন হোটেল কর্মী প্রাণভয়ে হোটেলের চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন। তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

দমকলের উপ প্রধান আধিকারিক সুনীল চৌধুরী জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। দেহগুলি উদ্ধার করার কাজ চলছে। আর কারা কারা ভিতরে আটকে রয়েছেন, তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। বেশ কিছু জায়গায় ফায়ার পকেটস থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেগুলি থেকে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে। যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দমকল সুত্রে বলা হয়েছে. কীভাবে বা কী কারণে আগুন লাগল তা তদন্ত  করে দেখা হচ্ছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ সঠিকভাবে ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status