শেষের পাতা

সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী

সংসদ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর-২ আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীকে ৭ই ফেব্রুয়ারি থেকে স্পিকার সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি।

স্বাধীন বাংলাদেশ গড়ায় তার রয়েছে বিশেষ অবদান। দুঃসময়ে তিনি ভরাট কণ্ঠের স্লোগানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যেও নৌকার বৈঠা ধরে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে অবিচল। সাজেদা চৌধুরী ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো নারী এমপি উপনেতা হন। তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনিই দেশের ইতিহাসে দীর্ঘসময় ধরে জাতীয় সংসদের উপনেতার আসন অলঙ্কৃত করছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর আংশিক) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। দশম সংসদেও তিনি এই আসন থেকে নির্বাচিত হন।
সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ই মে মাগুরা জেলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status