বিশ্বজমিন

আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারম্যান সিসি

মানবজমিন ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিশরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাল আল সিসি। সংগঠনটির ইথিওপিয়া সম্মেলনে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে এ দায়িত্বে ছিলেন রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। তবে এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, আল সিসিকে চেয়ারম্যান করায় আফ্রিকান ইউনিয়নের মানবাধিকার মেকানিজমের খর্ব করা হবে। তারা আরো বলেছেন, আফ্রিকান কমিশন অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস (এসিএইচপিআর)-এর বিরুদ্ধে অব্যাহতভাবে রাজনৈতিক আক্রমণ চালিয়ে যাচ্ছে মিশর ২০১৫ সাল থেকে। এসিএইচপিআর হলো আফ্রিকান রাষ্ট্রগুলোতে মানবাধিকার রেকর্ড মনিটরিংকারী একটি সংগঠন। এ সংস্থায় মিশরের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status