দেশ বিদেশ

নির্যাতিত নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করছে মহিলা দল

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

সারা দেশে নির্যাতিত নেতাকর্মীদের তালিকা তৈরি করছে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের ৭৮টি সাংগঠনিক ইউনিটকে মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ স্বাক্ষরে মহিলা দলের সারা দেশে জেলা ও মহানগর শাখায় এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় মামলা-হামলায় জর্জরিত ও নির্যাতিতদের মামলার নাম্বারসহ নামের তালিকা দলের ই-মেইলে অথবা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এসব নির্যাতিতের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। চিঠির শুরুতে দলের ক্রান্তিলগ্নে বাধা-বিপত্তির মধ্যেও দলীয় কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status