দেশ বিদেশ

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৬ রোহিঙ্গা

কলকাতা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৬ রোহিঙ্গাকে। এদের মধ্যে একজন নারী। ধৃতরা হলেন- সাইদুল হক, জুবের আহমেদ,  মোহাম্মদ ইদ্রিস, রিয়াজ, রাজু, আলী আহমেদ এবং জাওয়ারা। ধৃত সকলের কাছ থেকেই রোহিঙ্গা শরণার্থী কার্ড উদ্ধার করা হয়েছে।  জেরায় জানা গেছে, এই দলের প্রধান সাইদুল। সেই-ই বাকিদের কাজের  লোভ দেখিয়ে নেপালে নিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গের  নেপাল সীমান্ত থেকে ছয় রোহিঙ্গাকে আটক করে সশস্ত্র সীমা বল জওয়ানরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। জানা গেছে, ধৃত সকলেই মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। দেশ ছেড়ে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেছে। ধৃত ছয় রোহিঙ্গা শিলিগুড়ি হয়ে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সশস্ত্র সীমা বল। ভারত  থেকে নেপাল যাওয়ার বিধি-নিষেধ কম থাকলেও সর্বদা কড়া নজরদারি চালায় জওয়ানরা। সীমান্ত এলাকায় ছয় ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই বিষয়টি সামনে আসে। রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হতেই তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ সকলকে গ্রেপ্তার করে মামলা রুজু করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status