দেশ বিদেশ

সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন ৪ জন

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

 সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেয়া হয়। সংরক্ষিত নারী আসনে জাপার মনোনীত প্রার্থীরা হচ্ছেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, ডা. রুস্তম আলী ফরাজী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এ ছাড়া পীর ফজলুর রহমান মেজবাহ, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাপা প্রমাণ করবে সংসদে দেশ ও গণমানুষের পক্ষে কথা বলতে বেশি সংখ্যক সদস্য দরকার হয় না। স্বল্প সংখ্যক সদস্য নিয়েও প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব। তিনি বলেন- সংসদে আমরা যুক্তি দিয়ে কথা বলবো, নিয়মতান্ত্রিক উপায়ে বিরোধিতা করবো। আমরা কখনোই অশ্রাব্য গালাগাল করবো না সংসদে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status