বাংলারজমিন

টেকনাফে সক্রিয় হচ্ছে মানবপাচারকারী সাগর পথে মালয়েশিয়া যাত্রা ২২ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গারা স্বদেশ প্রত্যাবাসন এড়াতে এখন দলে দলে ক্যাম্প ত্যাগ করার অভিযোগ উঠেছে। অনেক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু সাগরপথে মালয়েশিয়া যাত্রা করছে। উপকূলীয় এলাকা থেকে পৃথক অভিযানে ইতিমধ্যে অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করছে পুলিশ ও বিজিবি। স্থানীয় ও রোহিঙ্গা সিন্ডিকেট মিলে একশ্রেণির দালাল চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে লোক সংগ্রহ করে উপকূলীয় এলাকা সাবরাং, শাহপরীরদ্বীপ, বাহারছড়া, শামলাপুর পয়েন্ট দিয়ে ফিশিং ট্রলার করে সাগরে অপেক্ষমাণ ট্রলারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উঠিয়ে দিচ্ছে। এদিকে, ১০ই ফেব্রুয়ারি  রোববার রাত পৌনে ৯টার দিকে টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বিদেশ পাড়ির চেষ্টা কালে আরো ২২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি জওয়ানেরা। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরেরমুখ অস্থায়ী ক্যাম্পের হাবিলদার তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উত্তর লম্বরী ঘাট সংলগ্ন জঙ্গলাকীর্ণ এলাকায় নৌকার জন্য অপেক্ষমাণ অবস্থায় কুতুপালং ক্যাম্পের ৬ জন মহিলা ও ৮ জন শিশু এবং বালুখালী ক্যাম্পের ১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালের মধ্যস্থতায় সাগরপথে বিদেশ পাড়ি দেয়ার চেষ্টায় ছিল। গত ৮ ও ৯ই জানুয়ারি পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে অর্ধশতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুকে আটক করে। এ ব্যাপারে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, মানবপাচার রোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। কোনো মতেই মানবপাচারকারীদের প্রশ্রয় দেয়া হবে না। মানবপাচারকারী দালালদের আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status