বাংলারজমিন

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান নেহাল বহিষ্কার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:২১ পূর্বাহ্ন

সরকারের এলজিএসপির-৩ স্কিমের অনুমোদনের পূর্বেই ১২ লাখ ৩ হাজার টাকা আত্মসাতের দুর্নীতির প্রমাণ মেলায় সিলেটের গোয়াইনঘাটের ৯নং ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালকে সাময়িক বহিষ্কার করেছে সরকারের স্থানীয় সরকার বিভাগ। গতকাল সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের ( নথি নং ৪৬.০০.৯১০০.০১৭.২৭০০.২.১৬.৬৪) মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল বিধি বহির্ভূতভাবে ২০১৭-১৮ অর্থ বছরে এলজি এসপি-৩ এর স্কিম অনুমোদনের পূর্বে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে বিভিন্ন তারিখে ১২ লক্ষ ৩ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অপরাধ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status