বাংলারজমিন

নবীগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জে প্রথমধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানির নিকট দাখিল করা হয়। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান  দেওয়ান গোলাম ছরওয়ার হাদীগাজীর সহধর্মিণী গাজী খালেদা ছরওয়ার, উপজেলা জাপা নেতা হায়দর আলী খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ পৌর জাপার সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক এসআর চৌধুরী সেলিম, উপজেলা জাপার আহবায়ক শাহ আবুল খয়ের, যুবলীগ নেতা আবু ইউছুফ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান প্রভাষক নাজমা বেগম, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ ছইফা রহমান কাকলী। নির্বাচন কমিশন ও রাজনৈতিক সূত্র জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ২০টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৩ লক্ষ ৬০ হাজার ৬৫৭। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৫।  নবীগঞ্জ উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪৯ জন। ওই উপজেলায় ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৮৬৭ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৮২ জন। ১১৬টি ভোট কেন্দ্রে ৪৮০টি বুথ রয়েছে। আগামী ১০ই মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status