রকমারি

বিয়ে করতে দুই যুবকের মামলা

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৫:৩৬ পূর্বাহ্ন

দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস। আসছে ভালোবাসা দিবসেই বিয়ে করার অধিকার আদায়ে আদালতে মামলা করতে যাচ্ছে জাপানের ১৩ সমকামী যুগল৷ শুধু রাজধানী টোকিওতে নয়, আগামী ১৪ ফেব্রুয়ারি জাপানের কমপক্ষে চারটি শহরের আদালতে মামলা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইয়োশি ইয়োকোইয়ামা নামের এক আইনজীবী৷
রয়টার্সকে ইয়োশি বলেন,  ‘‘সংবিধান আপনাকে সুখি থাকার অধিকার দিয়েছে, সম অধিকার দিয়েছে, সমকামীদের বিয়ের অধিকার না দিয়ে আপনি তা লঙ্ঘন করছেন৷আমি আমার মক্কেলদের পক্ষে অবশ্যই আইনি লড়াই করব।”     
এশিয়ার অন্যান্য দেশের চেয়ে জাপানে সমকামিতার ব্যাপারটি বেশ সহনশীল। তবে সামাজিকভাবে সমকামী দাবি করার ব্যাপারে এখনো কিছু বিধি-নিষেধ আছে৷প্রচলিত এই মনোভাবের পরিবর্তন আনতে এক যুগল ২৫টি দেশে যেখানে সমকামী বিয়ে বৈধ সেখানে তাদের বিয়ের ছবি প্রদর্শনীর করার কথা ভাবছেন৷ তবে বিয়ে অবৈধ হলেও দেশটির অনেক শহরে সমকামী যুগলরা সনদ  ব্যবহার করে যে কোনো বিবাহিত যুগলের মতো বাসা ভাড়া করা কিংবা হাসপাতালে দেখতে যাওয়া ইত্যাদি সুবিধা লাভ করতে পারে৷
সূত্র- রয়টার্স
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status