বিনোদন

ঢাকায় না এসেই ‘ঢাকা’ ছবির শুটিং শেষ

স্টাফ রিপোর্টার

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

‘ঢাকা’ ছবির একটি দৃশ্য

নেটফ্লিক্সের নতুন একটি ছবির নাম ‘ঢাকা’। কিন্তু এ ছবির শুটিং হয়নি ঢাকায়। যদিও ছবিটি নিয়ে কৌতুহল দেখা গেছে দর্শকদের মাঝে। কারণ ‘ঢাকা’ শীর্ষক এ ছবিতে হলিউড অভিনেতা ক্রিস হেমসওর্থ অভিনয় করেছেন। এছাড়াও আছেন নির্মাতা-প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশো, গোলশিফতা ফারাহানি, ডেভিড হারবারের মতো তারকা। ছবির প্রজেক্টে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করেছেন এখানকার নির্মাতা রাফায়েল আহসান। তিনি জানান, ঢাকায় শুটিং করতে না চাওয়ার প্রধান কারণ হলো আমরা যে লোকেশনে কাজ করেছি, পুরো এলাকা দখল নিয়ে করেছি। হলিউডের নির্মাতারা কাজ পারফেক্ট করতে চায়। এত অ্যারেঞ্জমেন্ট ঢাকায় সম্ভব নয়। ছবির জন্য সাড়ে ৪০০ গাড়ি ও শিল্পীদের জন্য ভ্যানিটিভ্যান ছিল ৩০টি। ঢাকার শাহবাগে এই দৃশ্য করলে কেমন হবে অবস্থা? পুরো শহর অবরুদ্ধ হয়ে যাবে। তাছাড়া তারা ধুলাযুক্ত জায়গায় শুটিং করেনি। জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ও আছে। জানা গেছে, এ ছবিতে বাংলা সংলাপও আছে। যেগুলো রচনা করেছেন রাফায়েল। ঢাকার মতোই বাংলায় লেখা সাইনবোর্ড, অটোরিকশা আর রিকশা, রাস্তা সাজিয়ে বানানো হয়েছে কৃত্রিম ঢাকা। ছবিতে ক্রিস ছাড়াও অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা রণদীপ হুদা, মনোজ বাজপেয়ি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ভ্রাতৃদ্বয় অ্যান্থনি ও জো রুশো। ছবিতে দেখা যাবে, এক ভারতীয় প্রভাবশালী ব্যক্তির ছেলে অপহৃত হয়, যাকে উদ্ধার করতে বাংলাদেশের রাজধানী ঢাকায় মিশনে নামেন ক্রিস হেমসওর্থ। ভারতের চারটি জায়গায় ও থাইল্যান্ডে ছবির শুটিং হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status