বিনোদন

আলাপন

‘বাবার সঙ্গে আমার কেমিস্ট্রি অন্যরকম’

ফয়সাল রাব্বিকীন

৭ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ক্যারিয়ারের শুরুতেই সংগীতে নতুন একটি ধারার সূচনা করেন তিনি। হাবিব পরবর্তী সময়ে যারাই এসেছেন তারাই এখন পর্যন্ত তার ধারাতেই সংগীত করে যাচ্ছেন। চলচ্চিত্রে এবং অডিও গানে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করেছেন হাবিব। এখনও নিয়মিত গান করে চলেছেন এ তারকা। সব মিলিয়ে কেমন আছেন? হাবিব ওয়াহিদ বলেন, খুব ভালো আছি। গান নিয়েই ব্যস্ত সময় পার করছি। আর বিষয়টি আমি উপভোগ করছি। আপনি এরইমধ্যে নতুন কয়েকটি গান প্রকাশ করেছেন। সাড়া কেমন পাচ্ছেন? হাবিব বলেন, আমি নিজের গানগুলোর মাধ্যমে অনেক ভালো সাড়া পাচ্ছি। নতুন বছর উপলক্ষে ‘আনমনা মন’ এবং ‘তোর মায়াঘরে’ শীর্ষক দুটি গান প্রকাশ করেছি। এরইমধ্যে ইউটিউবে গান দুটির ভিডিও প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের  ভালো ভালো কমেন্টস পাচ্ছি। এই ইতিবাচক কমেন্টসগুলোই আমার নতুন কাজের অনুপ্রেরণা। আশা করছি নতুন আরও বেশ কিছু গানের ভিডিও আমি প্রকাশ করতে পারবো সামনে। সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে পড়শীর একটি গানও প্রকাশ করেছেন। তার সুর ও সংগীতও আপনার। এরইমধ্যে গানটি ইউটিউবে ছয় লাখ ভিউ অতিক্রম করেছে। এ চিন্তাটি কিভাবে আসলো? হাবিব বলেন, দেখুন আমি কম্পোজার হিসেবে অন্য শিল্পীদের গানও করছি সেই শুরু থেকে। এবার প্রথমবারের মতো নিজের চ্যানেলে পড়শীর গানটি প্রকাশ করেছি। পড়শী এর আগে এ ধরনের গান গায়নি বলেই আমি মনে করি। গানটির ভিডিও আহামরি নয়। শুধুমাত্র পড়শী ও আমার খানিক উপস্থিতি রয়েছে। কিন্তু তারপরও গানটি গ্রহণ করছেন শ্রোতারা। ভালো গান যে মানুষ গ্রহণ করে এটা তারই প্রমাণ। সামনেও তরুণ প্রজন্মের শিল্পীদের গান হয়তো করবো। দেখা যাক কি হয়। আপনার বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে সর্বশেষ কাজ করেছিলেন বেশ আগে। নতুন কাজ কি হবে তার সঙ্গে আপনার? হাবিব বলেন, বাবার সঙ্গে আমার কেমিস্ট্রি অন্যরকম। তার সঙ্গে আমি সব সময়ই কাজ করতে চাই। তবে একটু এক্সক্লুসিভ কিছু করতে চাই। সে কারণেই হয়তো নতুন অ্যালবাম কিংবা গানে ঐভাবে তাকে পাওয়া যায়নি। যদিও আমার ‘ঝড়’ শীর্ষক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। এটা চমক ছিলো শ্রোতা-দর্শকদের জন্য। সামনেও এমন ভিন্ন কিছু করতে চাই। আর বাবার জন্য গানও তৈরি করবো সামনে, খুব শিগগিরই হয়তো তা পাবেন শ্রোতারা। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? হাবিব উত্তরে বলেন, এখন তো আমি মনে করি ইন্ডাস্ট্রির অবস্থা ভালো। কোম্পানিগুলো বিভিন্ন ধরনের গানে বিনিয়োগ করছে। তাছাড়া যে যার পছন্দ মতো গান প্রকাশ করতে পারছে। যেহুতু কোম্পানির বাইরেও স্বত্ব নিজের কাছে রেখে যে কেউ গান প্রকাশ করার অধিকার রাখছে। আমি নিজেও আমার চ্যানেল থেকেই এখন বেশি গান প্রকাশ করছি। আমার এ ধারা অব্যাহত থাকবে। আর আমি মনে করি এভাবেই বাংলাদেশের সংগীত আরও অনেক দূর এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম কেমন করছে বলে মনে হয়? হাবিব বলেন, তরুণ প্রজন্ম খুব ভালো করছে। অনেকে রয়েছেন যারা সুন্দর সুন্দর গান তৈরিতে সব সময় মনযোগী। আমি নিজেও অনেকের সঙ্গে কাজ করছি। আমার মনে হয় এ প্রজন্ম চেষ্টা অব্যহত রাখলে অনেক দূর যেতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status