খেলা

এবার পান্ডিয়াদের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক

৭ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা থেকে সাময়িক রেহাই পেলেও আরো বড় বিপদে পড়লেন ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের দায়ে এবার দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় চিত্র পরিচালক করণ জোহরের নামও রয়েছে। ভারতের জোধপুর থানায় মামলা দায়ের করা হয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে বলিউডের অনেক তারকাই অকপটে নিজেদের গোপন কথা বলে দেন। আমন্ত্রণ পেয়ে সে পথে হাঁটতে গিয়েই বিপদ ডেকে আনেন পান্ডিয়া ও রাহুল। ডিসেম্বরে ধারণকৃত পর্বটি গত মাসে প্রকাশিত হয়। র‌্যাপিড ফায়ার রাউন্ডে নিজের প্রথম যৌনক্রিয়ার বিষয়ে মুখ খোলেন পান্ডিয়া। বলেন, ‘ভার্জিনিটি হারানোর প্রথম দিনে আমি বাবা-মাকে বলেছি, আজ ম্যায় করকে আয়া।’ পান্ডিয়া আরো বলেন, কোনো পার্টিতে গেলে মেয়েদের ‘নড়াচড়া’ লক্ষ্য করেন তিনি। এক পার্টিতে বাবা-মা জিজ্ঞেস করেন কে তার বিশেষ বান্ধবী? হার্দিক নাকি তখন গুনে শেষ করতে পারছিলেন না যে, কার সঙ্গে তার সম্পর্ক ছিল না! অন্যদিকে, রাহুল বলেন ১৮ বছর বয়সে তার ঘরে কনডম পেয়ে মা ভয়ানক রেগে গেলেও বাবা পিঠ চাপড়ে দিয়েছিলেন। আর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মন্তব্যকে আপত্তিকর ও নারীদের প্রতি অবমাননাকর বলে সমালোচনার ঝড় বয়ে যায়। এর জেরে পান্ডিয়া ও রাহুলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দু’জনকে দেশে ফিরিয়ে আনা হয়। ২৪শে জানুয়ারি সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিসিআই’র প্রশাসক কমিটি। চলতি মাসেই সুপ্রিম কোর্ট থেকে ন্যায়পাল নিয়োগ দেয়ার পর ফের শুনানি শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেন পান্ডিয়া। আর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের ‘এ’ দলের অধিনায়ক করা হয় লোকেশ রাহুলকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status