খেলা

সেই ইমরুলই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে

স্পোর্টস রিপোর্টার

৩ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সফরে বাদ পড়ার পর থেকেই ইমরুল কায়েসকে নিয়ে চলছে জোর আলোচনা। দলে তাকে ফেরানো হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্কও। বিশেষ করে একটি বেসরকারি টিভিতে বোর্ড সভাপতির বক্তব্যের পর এই আলোচনার পালে হাওয়া লাগে। আর জাতীয় দলে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো না কাটলেও তার জন্য এসেছে সুসংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ইমরুল। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়। গেল বছরের সিদ্ধান্ত বদলে ১০ জনের পরিবর্তে গ্রেডে যোগ করা হয়েছে আরো দুইজন ক্রিকেটারকে। সেই সঙ্গে রুকি ক্যাটাগরিতে ৩ জনের পরিবর্তে আরো দুইজনকে যুক্ত করেছে বিসিবি। সব মিলিয়ে চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা এখন ১৭। নাজমুল হাসান বলেন, ‘আজ আমাদের এই বছরের প্রথম সভা ছিল। দু’জনের জন্য বোর্ড পরিচালক আফজালুর রহমান সিনহা ও সাবেক মন্ত্রী আশরাফুল ইসলামের জন্য শোক প্রস্তাব আনা হয়েছে। সেই সঙ্গে পালন করা হয়েছে এক মিনিট নীরবতা। এ ছাড়াও আর্থিক অনুমোদন ছাড়াও মূল আলোচনায় ছিল পূর্বাচল স্টেডিয়াম প্রাপ্তি, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের নবায়ন নিয়ে। আমরা ১০ জন থেকে বাড়িয়ে মূল চুক্তিতে গ্রেড অনুসারে ১২ জন করেছি। এ ছাড়াও এবার রুকি ক্যাটাগরিতে রাখা হয়েছে পাঁচজনকে। এই চুক্তিতে ফিরেছে ইমরুল কায়েস।’
এ ছাড়াও এই সভাতেই চূড়ান্ত হয় নিউজিল্যান্ড সফরের ম্যানেজার হিসেবে খালেদ মাসুদ পাইলটের নাম, আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের আগমনের বিষয় নিয়েও। তবে এই সভার মূল আলোচনা ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। গেল বছরের চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমিয়ে ১০ জন করা হলে সমালোচনার মুখে পড়ে বিসিবি। সব মিলিয়ে গতবার চুক্তিতে ছিল ১৩ ক্রিকেটার। এবার মূল চুক্তিতে রাখা হয়েছে ১২ জনকে। এর মধ্যে নতুন ভাবে যুক্ত হয়েছেন ইমরুল তাকে রাখা হয়েছে ‘এ’ গ্রেডে। এ ছাড়াও তরুণ ব্যাটসম্যান লিটন কুমার দাসের জায়গা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
কেন্দ্রীয়  চুক্তির ক্রিকেটারদের তালিকা

‘এ প্লাস’: ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম, ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
‘এ’  গ্রেড:  ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
‘বি’ গ্রেড: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
রুকি: আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status