খেলা

দেরিতে ঘুম ভাঙলো কিউইদের

স্পোর্টস ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৫৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সমর্থকরা আফসোস করতেই পারেন, এমন জয় যদি আর একটা ম্যাচ আগে আসতো! নিজ ঘরে ভারতের কাছে বাজেভাবে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর যেন ঘুম ভাঙলো কিউইদের। গতকাল হ্যামিল্টনে ভারতের বিপক্ষে উড়ন্ত জয় দেখে কিউইরা। চতুর্থ ওয়ানডেতে সুইংয়ের ঝড় তুলে উড়ন্ত ভারতকে মাটিতে নামান ট্রেন্ট বোল্ট। তার ৫ উইকেটের নৈপুণ্যে মাত্র ৯২ রানে অলআউটের লজ্জায় ডোবে কোহলিবিহীন ভারত। আর সহজ লক্ষ্যটা ২১২ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় নিউজিল্যান্ড। ওয়ানডেতে প্রতিপক্ষ দলের বল হাতে রাখার হিসেবে এটি ভারতের সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০৯ বলের, ২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিপক্ষে ২০৯ বল হাতে রেখে জিতেছিল শ্রীলঙ্কা। আর নিউজিল্যান্ডের বিপক্ষেই সবশেষ ২০১০ সালে ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজে একশ’র নিচে (৮৮) অলআউট হয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বিরাট কোহলিকে শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। আর কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ওয়ানডেতে এটি ছিল তার ২০০তম ম্যাচ। কোহলি ছাড়াও ফিটনেস সমস্যার কারণে টানা দ্বিতীয় ম্যাচ মিস করেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আর রোহিত-ধাওয়ান-রাইদু-কার্তিক-পান্ডিয়াদের নিয়ে তারকাখচিত ব্যাটিং ভেঙে পড়ে এক বোল্টের কাছেই। ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি (২১) ভাঙেন বোল্ট। ধাওয়ানকে (১৩) এলবিডব্লিউ করার পর নিজের পরের ওভারেই রোহিতকে (৭) ফিরতি ক্যাচ বানান এই পেস সেনসেশন। ১১তম ওভারে আম্বাতি রাইদু ও দিনেশ কার্তিককে শূন্য রানে ফিরিয়ে জোড়া আঘাত হানেন কলিন ডি গ্র্যান্ডহোম। পরের ওভারে অভিষিক্ত শুবমানের (৯) ফিরতি ক্যাচ নেন বোল্ট। তার চতুর্থ শিকার কেদার যাদব (১)। ভুবনেশ্বর কুমারকে (১) বোল্ড করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন গ্র্যান্ডহোম। আর বোল্টের ১০ ওভারের স্পেল যখন শেষ হয় ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৫/৮। ২০তম ওভারে হার্দিক পান্ডিয়াকে (১৬) টম ল্যাথামের গ্লাভসবন্দি করে পাঁচ উইকেট পূর্ণ করেন বোল্ট। কুলদীপ (১৫) ও খলিল আহমেদের (৫) উইকেট নেন দলে ফেরা লেগস্পিনার টড অ্যাস্টল ও জিমি নিশাম। সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত থাকেন দশে নামা চাহাল। ওয়ানডেতে এর আগে ভারতের হয়ে দশে নেমে বেশি রান করেন জাভাগাল শ্রীনাথ। ১৯৯৮ সালে টরেন্টোয় পাকিস্তানের বিপক্ষে ৪৩ রান করেছিলেন তিনি। সেই ম্যাচেও ভারতের ব্যাটিং এতটা বাজে (১৮০) ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভারতের সব ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের দেখা পান। কিন্তু চতুর্থ ওয়ানডেতে দুই অঙ্কে যেতে পারেননি ভারতের সাত ব্যাটসম্যান। ২১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন ম্যাচসেরা বোল্ট। আর নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে পাঁচবার ৫ উইকেট নিয়ে স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ড স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে বোল্টের সেরা বোলিং ফিগার৭/৩৪। রোববার সকাল ৮টায় ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে শুরু হবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড সফর করে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড ৯০ রানের ব্যবধানে জয় কুড়ায় ভারত। আর তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে দাপটের সঙ্গে সিরিজ নিশ্চিত করে কোহলির দল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে
টস: নিউজিল্যান্ড (ফিল্ডিং)
ভারত: ৩০.৫ ওভার, ৯২ (চাহাল ১৮*, পান্ডিয়া ১৬, কুলদীপ ১৫, বোল্ট ৫/২১, গ্র্যান্ডহোম ৩/২৬)।
নিউজিল্যান্ড: ১৪.৪ ওভারে ৯৩/২ (টেইলর ৩৭*, নিকোলস ৩০*, ভুবনেশ্বর ২/২৫)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status