খেলা

বেঁচে আছেন নিখোঁজ ফুটবলার সালা!

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা নিখোঁজ হওয়ার ১১তম দিন আজ। এখনো তার সন্ধান মেলেনি। কিন্তু সালা জীবিত আছেন বলে আশা ছাড়েননি তার সাবেক প্রেমিকা মডেল বেরেনিস শেকাইর। তিনি বলেন, ‘আমি আশায় আছি সে ফিরে আসবে। কোনো নির্জন দ্বীপে হয়তো সে জীবিত আছে। সে উধাও হয়ে যেতে পারে না। তার পরিবারের মতো আমিও এমনটাই মনে করি।’ শীতকালীন দলবদলে ফ্রেঞ্চ ক্লাব নঁতে থেকে নিজেদের রেকর্ড ট্রান্সফার ফি ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সালাকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাব কার্ডিফ সিটি। গত ২১শে জানুয়ারি ফ্রান্স থেকে নতুন ক্লাবে যোগ দিতে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয় সালাকে বহনকারী বিমান। এরপর থেকেই সালা ও পাইলট ডেভিড ইবোটসন নিখোঁজ। ছোট বিমানটিতে যাত্রী ছিলেন এই দু’জনই। বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনো হদিস মেলেনি তাদের। আর কর্তৃপক্ষ হাল ছেড়ে দেয়ায় মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল উদ্ধার কার্যক্রম। তবে সালাকে উদ্ধারের অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন লিওনেল মেসি থেকে ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরা। আর ২৮ বছর বয়সী ফরোয়ার্ড সালাকে জীবিত অথবা মৃত খুঁজে বের করতে ব্যক্তি উদ্যোগে গঠন করা হয় তহবিল। ফ্রান্সেও নেয়া হয়েছে উদ্যোগ। কর্তৃপক্ষ যেন সালাকে খোঁজার অভিযান চালিয়ে যায় সেই দাবি জানিয়ে সংগ্রহ করা হয়েছে ৮০ হাজার স্বাক্ষর। এর আগে টুইটে বেরেনিস দাবি করেছিলেন, সালার মৃত্যুর জন্য ফুটবল মাফিয়ারা দায়ী। পরে টুইটটি ডিলিট করে দেন ২৬ বছর বয়সী এই মডেল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status