খেলা

পাঁচ হাজারে তামিম

স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন

গতকাল বিপিএলে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫৪ রানের অপরাজিত থাকেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই ফরমেটে তামিম ছুঁয়েছেন ৫ হাজার রান।  এই পর্যন্ত ১৮৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। সব মিলিয়ে তার টি- টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছন ২টি ও ফিফটি ৩৩টি। নিজ দেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি রানে তামিমের পরে আছেন সাকিব আল হাসান। ২৬৪ ইনিংসে তার সংগ্রহ ৪ হাজার ৬৬৭ রান। ৫ হাজারের রানের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তিনি। এ ছাড়াও বিপিএলে করেছেন ১ হাজার ৬২৯। এ ছাড়াও পাকিস্তান সুপার লীগে পেশাওয়ার জালমির হয়ে ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন ৪০.১৫ গড়ে। অন্যদিকে  ১২ হাজার ১৯২ রান নিয়ে টি-টোয়েন্টিতে রানের তালিকার শীর্ষে ক্রিস গেইল। তার পরেই আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার ব্যাট থেকে এসেছে ৯ হাজার ৮৬৫ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status