খেলা

আলাদা গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি ২০১৯, বুধবার, ৯:০৫ পূর্বাহ্ন

আগেই জানা ছিলো ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ের সেরা আটের বাইরে থাকাতে এই পরিণতি দুই দলের। গতকাল  টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রথম পর্বের খেলা শুরু হবে আগে আলাদা গ্রুপে ভাগ হয়ে। ফলে সহজেই বাছাইয়ের বৈতরণী পার হওয়ার সুযোগ থাকছে দুই দলের। বাছাই পর্বের খেলা শেষে চারটি দল জায়গা পাবে সুপার টুয়েলভ (১২)-এ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ পড়েছে গ্রুপ বি-তে আর শ্রীলঙ্কা গ্রুপ-এ-তে। প্রতিটি গ্রুপে থাকছে চারটি দল।
প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ২০২০ সালের ১৮ই অক্টোবর, চলবে ২৩শে অক্টোবর পর্যন্ত। হোবার্টে সহযোগীদের সঙ্গে বাংলাদেশের খেলাগুলো হবে ১৯, ২১, ২৩শে অক্টোবর। বাছাইয়ের পরই সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৪শে অক্টোবর থেকে চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। এই পর্বে গ্রুপ থাকবে দুটি। গ্রুপ-১ -এ খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে আসা গ্রুপ চ্যাম্পিয়ন ও প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে আসা রানার্স আপ দল। অর্থাৎ টি-টোয়েন্টি এই বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না ভারত ও পাকিস্তান। ২০১১ সালের পর এমনটি হতে যাচ্ছে। গ্রুপ-২-এ খেলবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, প্রথম পর্বে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, প্রথম পর্বে গ্রুপ এ- রানার্স আপ। সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হবে ১১ই নভেম্বর, ১২ই নভেম্বর অ্যাডিলেডে হবে দ্বিতীয় সেমিফাইনাল। মেলবোর্নে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ই নভেম্বর।  মোট ৭ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status