বিনোদন

কনার এক ডজন

স্টাফ রিপোর্টার

৩০ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:২৯ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। সারা বছর শো করলেও শীত মৌসুমে তার এ ব্যস্ততা বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। টানা শো করে চলেছেন তিনি। তবে শো-এর পাশাপাশি সুযোগ পেলেই নতুন গানে সময় দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র ও অডিও মিলিয়ে কমপক্ষে এক ডজন গান নিয়ে হাজির হচ্ছেন এ শিল্পী। নতুন বছরের শুরুতেই এসব গানের কাজ শেষ করেছেন তিনি। এ বিষয়ে কনা বলেন, শো-এর পাশাপাশি রেকর্ডিংয়েও সময় দিয়েছি। আসলে মাইক্রোফোনে নতুন গান গাওয়াটা আমার জন্য খুব অন্যরকম ব্যাপার। যতবার কণ্ঠ দিই ততবারই মনে হয় আমি প্রথম মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম। নতুন বেশ কিছু গান করেছি। এক ডজনের কাছাকাছিতো হবেই। এরমধ্যে কয়েকটি চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছি। এদিকে কনা অডিও ও চলচ্চিত্র মিলিয়ে এক ডজন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি জিঙ্গেল ও বিজ্ঞাপনে কণ্ঠ দেয়ার কাজও করছেন। নতুন গানের মধ্যে সম্প্রতি ইমরানের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন তিনি। এ গানটি ভিডিও আকারে খুব শিগগিরই প্রকাশ হবে। এর বাইরে এহতেশামের সুরে ও রেজওয়ান শেখের সুর ও সংগীতে আরো দু’টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কনা। অডিওতে আরো চার-পাঁচটি নতুন গান গেয়েছেন বলেও জানিয়েছেন এ শিল্পী। আর নতুন কয়েকটি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। সামনেও কয়েকটি চলচ্চিত্রে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। কনা বলেন, সত্যি বলতে সংখ্যার বিষয়টি আমি কখনোই চিন্তা করিনি। গান ভালো লাগলেই কেবল সে গানে কণ্ঠ দিই। সেদিক থেকে বছরের শুরুতে বেশকিছু ভালো গান করা হয়ে গেছে। এ গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে শিগগির। আমি এগুলো নিয়ে আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status