খেলা

উড়ন্ত ভারতের এবার রেকর্ডগড়া জয়

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের মাটিতে উড়ছে বিরাট কোহলির ভারত। আর টিম ইন্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে নিজ ঘরে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করলো কিউইরা। গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ৯০ রানে জয় কুড়ায় ভারত। টস জিতে ব্যাটিং নিয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের নৈপুণ্যে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩২৪/৪। জবাবে কুলদীপ-চাহালের স্পিন ঘূর্ণিতে ৪০.২ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে রানের হিসেবে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। আগের রেকর্ডটি প্রায় ১০ বছরের পুরনো। হ্যামিল্টনে ২০০৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ২৭০ রানের জবাবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ওপেনিংয়ে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি (২৩.৩ ওভার) গড়েন গৌতম গম্ভীর ও বীরেন্দর শেওয়াগ। পরে বৃষ্টি আইনে ১১৮ রানের টার্গেট দাঁড়ালে ৮৪ রানে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। গতকাল রেকর্ডময় জয়ে ওপেনিং জুটিতে ১৫৪ রান তোলেন রোহিত শর্মা (৮৭) ও শিখর ধাওয়ান (৬৬)। ওয়ানডেতে এটি দু’জনের ১৪তম শতরানের জুটি। আর ওপেনিং জুটিতে সর্বাধিক শতরানের জুটির রেকর্ডে স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেওয়াগকে ছাড়িয়ে যান রোহিত ও ধাওয়ান। ওয়ানডে ক্যারিয়ারে শচীন ও শেওয়াগ মিলে ওপেনিংয়ে ১৩ বার শতরানের জুটি উপহার দেন। সব মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক শতরানের ওপেনিং জুটির রেকর্ডে রোহিত-ধাওয়ান জুটির অবস্থান চতুর্থ। ২১টি শতরানের ওপেনিং জুটি নিয়ে তালিকার শীর্ষে টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট (১৬)। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স (১৫)। মাউন্ড মঙ্গানুইতে রোহিত ও ধাওয়ানের বিদায়ের পর অধিনায়ক কোহলি ৪৩, আম্বাতি রাইডু ৪৭ রান করে আউট হন। অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি (৪৮*) ও কেদার যাদব (২২*)। আর ভারতের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টপঅর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান চল্লিশোর্ধ্ব রান পেলেন। ওয়ানডে ইতিহাসেই এমন ঘটনা ঘটেছে মাত্র ১০ বার। ভারতের হয়ে টানা দুই ম্যাচে ৪ উইকেটের ভেলকি দেখান চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন পেসার ডগ ব্রেসওয়েল। দলীয় ১৬৬ রানে ৮ উইকেট খোয়ানোর পর লুকি ফার্গুসনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি। আগামীকাল একই ভেন্যুতে সকাল ৮টায় পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে। নেপিয়ারে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৫৭ রানে অলআউট করে ৮ উইকেটের জয় কুড়ায় অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে ফেরা ভারত।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড-ভারত দ্বিতীয় ওয়ানডে
টস: ভারত (ব্যাটিং)
ভারত: ৩২৪/৪ (রোহিত ৮৭, ধাওয়ান ৬৬, ধোনি ৪৮*, রাইডু ৪৭, কোহলি ৪৩, বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১)।
নিউজিল্যান্ড: ৪০.২ ওভার, ২৩৪ (ব্রেসওয়েল ৫৭, ল্যাথাম ৩৪, মানরো ৩১, যাদব ৪/৪৫, ভুবনেশ্বর ২/৪২, চাহাল ২/৫২)।
ফল: ভারত ৯০ রানে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status