বাংলারজমিন

রাত পোহালে ভোট চলছে হিসাব-নিকাশ

তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা) থেকে

২৬ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:০৬ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে আগামীকাল ২৭শে জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। তাই রাত পোহালেই অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত নির্বাচন। বর্তমানে প্রার্থীদের প্রচারণার সুযোগ না থাকায় এখন চলছে নীরবে হিসাব-নিকাশ। সেই সঙ্গে চলছে ভোটের দিনের নিরাপত্তা নিয়ে আলেৃাচনা। ইতিমধ্যে নিরাপত্তাও জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে রয়েছে প্রশাসনের নজদারি। সেই সঙ্গে কে হারবেন, কে জিতবেন এ নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। এ নির্বাচনের বিজয় ছিনিয়ে নিতে ইতিমধ্যে এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তুঙ্গে উঠেছে মহাজোটের তিন। এরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকারের নৌকা, জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল মার্কার ব্যানার-পোস্টার শোভাবর্ধন করলেও অপর দুই প্রার্থী এনপিপির মিজানুর রহমান তিতুর আম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (নিউ) এর সিংহ মার্কা ভোটারদের নজরেই পড়ছে না। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনৈতিক নেতা বলেন, এ আসনটি মহাজোট থেকে উন্মুক্ত করার ফলে একাধিক প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। ফলে শরিক দলের প্রার্থীরা এখন একে অপরের প্রতিপক্ষ। এদিকে সাধারণ ভোটাররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, দেশে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাই এ আসনে উন্নয়নকে বেগবান করতে নৌকার প্রার্থীর কোনো বিকল্প নেই। নৌকার প্রার্থী ডা. ইউনুস আলী সরকারকে পুনরায় নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আসনটিতে মহাজোটের তিন প্রার্থী থাকলেও ভোট সমর্থনে এগিয়ে আছেন ডা. ইউনুস আলী সরকার। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩২ ভোটকেন্দ্রে অবাধ সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক আগামীকাল ২৭শে জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status