দেশ বিদেশ

বাংলাদেশ থেকে যাওয়া প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ

মানবজমিন ডেস্ক

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে যাওয়া প্রতিটি হিন্দু আশ্রয়প্রার্থী ও অন্য প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রধান অমিত শাহ। তিনি মঙ্গলবার সীমান্তবর্তী শহর মালদায় এক র‌্যালিতে এ কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস।
এতে বলা হয়, মালদা হলো মুসলিম অধ্যুষিত শহর। অমিত শাহ এ বছর অনুষ্ঠেয় ভারতের জাতীয় নির্বাচনের প্রচারণার শুরু করেন এই শহর থেকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য নাগরিকত্ব বিল হবে একটি বড় ইস্যু। লোকসভায় তৃণমূল কংগ্রেস এ বিলে সমর্থন দেয়নি। তারা ওয়াকআউট করেছে। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত রাজ্যসভায়ও বিলটি পাস হওয়ার ক্ষেত্রে তারা অনুমোদন দেবে না।
অমিত শাহের ভাষায়, তৃণমূল কখনোই এই বিলে সমর্থন দেবে না। কারণ, তাতে তাদের ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিশ্চিত করবো যে, একজন হিন্দু বাঙালি কোনো সমস্যার মুখে পড়বেন না। অনুপ্রবেশকারীদের সনাক্ত করতে আমরা নাগরিকত্বপঞ্জি করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা পছন্দ করেন না। এখন যখন আমরা হিন্দু আশ্রয়প্রার্থীদের নাগরিকত্ব দেয়ার চেষ্টা করছি তখন তা আটকে দেয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নির্বাচনে বিজেপির জন্য মালদায় তিনটি বিষয়ে ইস্যু হবে। তা হলো গবাদিপশু পাচার, অবৈধ অভিবাসী ও জাল টাকার মতো আন্তঃসীমান্ত বিষয়ক অপরাধ। এক সময় এই মালদা ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু ২০১১ সালের পর তা হয়ে উঠেছে তৃণমূলের ঘাঁটি। তবে ২০১৬ সালে আবার চমক দেখিয়েছে বিধানসভা নির্বাচনে। ওই সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বৈষ্ণবনগর আসনটিতে বিজয় পেয়েছে বিজেপি। তার পর থেকেই এ দলটি সেখানে তাদের সমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে র‌্যালিতে অমিত শাহ বলেছেন, ভাইয়া জি, আপনারা কি জানেন দিদি আপনাদের ওয়াকফ জমি বিক্রি করে দিয়েছেন? আমি জানি এ কথা বলার জন্য তিনি (মমতা) আমার বিরুদ্ধে মামলা করবেন। যতবারই আমি এখানে আসি, ততবারই দিদি (মমতা) আমার বিরুদ্ধে মামলা দেন। আমি তার চেয়ে বয়সে ছোট। তার দেয়া মামলা আমি আশীর্বাদ হিসেবে নেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status