খেলা

কাপালির ৪ উইকেটের ঝলক

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

দলের প্রয়োজনে পার্টটাইম বোলিং করেন অলক কাপালি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে তার। আর গতকাল বিপিএল ম্যাচে সিলেট সিক্সার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪ উইকেটের ঝলক দেখান কাপালি। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে খুলনা। বল হাতে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট পূর্ণ করেন কাপালি। এই ফরমেটে তার আগের সেরা বোলিং ফিগার ৩/২৩। বাংলাদেশের ক্যাপ মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে কাপালির অভিষেক হয় ২০০২ সালে। আর ২০০৩ সালের আগস্টে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান কাপালি। পাকিস্তানের প্রথম ইনিংসের ১০৭তম ওভারের শেষ ২ বল এবং ১০৯তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। টেস্টে বাংলাদেশি কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক এটি। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান সিলেট অধিনায়ক সোহেল তানভীর। ইনজুরি নিয়ে ডেভিড ওয়ার্নার চলে যাওয়ায় দলের অধিনায়কত্ব পান এই পাকিস্তান পেসার। এ ম্যাচের আগে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করে যথাক্রমে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স। আগের ৭ ম্যাচের ৫টিতেই হার দেখে সিলেট। আর ৮ ম্যাচে মাত্র একবার জয়ের দেখা পায় খুলনা। ধুঁকতে থাকা খুলনাকে গতকাল ভালো শুরু এনে দেন ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিক। দু’জনের ৭৩ রানের ওপেনিং জুটি (৬.৫ ওভার) ভেঙে ব্রেকথ্রু এনে দেন কাপালি। জুনায়েদকে (২৩ বলে ৩৩) ফিরতি ক্যাচ বানান তিনি। আর ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন কাপালি। ব্রেন্ডন টেইলরকে (৩১ বলে ৪৮) জাকের আলীর তালুবন্দি করার পর আরিফুল হককে (০) বোল্ড করেন তিনি। খুলনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসা। সিলেটের হয়ে ২টি উইকেট পান পাকিস্তানি বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ও আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নেয়া পেসার তাসকিন আহমেদ। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তাসকিন। ৮ ম্যাচে তাসকিনের নামের পাশে শোভা পাচ্ছে ১৫ উইকেট। মঙ্গলবার চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে এককভাবে শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ১৭ উইকেট নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। একইসঙ্গে প্রথম বোলার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status