খেলা

কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল

মধুর স্মৃতি নিয়ে সেভিয়ার মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৫৫ পূর্বাহ্ন

কোপা দেল রের গত আসরের ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে দু’দল। প্রথম লেগে আজ নিজ মাঠে টানা চারবারের চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে সেভিয়া। রামন সানচেজ পিজজুয়ান স্টেডিয়ামে রাত আড়াইটায় খেলা শুরু হবে। এই মাঠে সবশেষ গত বছরের মার্চে লা লিগা ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে পাচ্ছে না কাতালানরা। লেগানেসের বিপক্ষে সবশেষ লীগ ম্যাচে গোড়ালি মচকে যাওয়ায় তাকে ১৫ দিন খেলার বাইরে থাকতে হবে। ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে প্রথম গোল আসে দেম্বেলের পা থেকেই। দলের সেরা তারকা লিওনেল মেসিকে আগের ম্যাচে শুরুতে বিশ্রামে রাখেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। লেগানেসের বিপক্ষে ৬৪ মিনিটে বদলি হিসেবে নেমে নিজে এক গোল করার পাশাপাশি লুইস সুয়ারেজের গোল বানিয়ে দিয়ে ব্যবধান গড়ে দেন মেসি। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে সেভিয়া (৩৩)। এই মৌসুমে লীগ ম্যাচে ন্যু ক্যাম্পে দু’দলের প্রথম সাক্ষাতে ৪-২ গোলের জয় কুড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা তিন ম্যাচ জয়ের বিপরীতে শেষ তিন ম্যাচেই হারের বৃত্তে সেভিয়া। কোপা দেল রের শেষ ষোলো রাউন্ডে লেভান্তের মাঠে ২-১ ব্যবধানে হারের পর ন্যু-ক্যাম্পে ৩-০ গোলে জয় কুড়ায় মেসির বার্সা। আর অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরলেও নিজ মাঠে দ্বিতীয় লেগে ১-০ গোলে হার দেখে সেভিয়া। প্রতিযোগিতায় রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। পাঁচবার শিরোপা জেতে সেভিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status