বাংলারজমিন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

বাগেরহাট প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া বাসের ২ যাত্রী ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন। আহত ২১ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো ১ যাত্রী মারা যান। দুর্ঘটনার পর মোংলা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status