এক্সক্লুসিভ

৪০০০০ দিরহামের পুরস্কার জিতে কাঁদলেন বাংলাদেশি মোহাম্মদ হোসেন

মানবজমিন ডেস্ক

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

অলৌকিক ঘটনা যেন। ব্রেন স্ট্রোক করে মা এক মাসের মতো হাসপাতালে ভর্তি। তার চিন্তায় দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হোসেনের (৪০) রাতের ঘুম হারাম। কোথায় অর্থ পাবেন- সেই চিন্তায় সারাক্ষণ অস্থির তিনি। দূর পরবাসে বসে তিনি আল্লাহকে ডাকছিলেন। ঠিক তখনই যেন অলৌকিকভাবে তিনি জিতে গেছেন লটারি। পেয়ে গেছেন ৪০ হাজার দিরহামের পুরস্কার। ফলে অকূলে কূল পান তিনি। চট্টগ্রামে তার ভাইকে বলে দিয়েছেন মায়ের সর্বোচ্চ চিকিৎসা করাতে। তার ভাষায়, মায়ের চেয়ে বড় কোনো কিছুই নেই তার কাছে। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। এতে বলা হয়, মোহাম্মদ হোসেন বাংলাদেশি একজন নিরাপত্তাকর্মী। ডিসেম্বরের মধ্যভাগে স্ট্রোক করেছেন তার মা। সেই থেকে তার মা হাসপাতালে। এতে ঘুমহীন রাত কাটছিল তার। বেতন পান মাত্র ১২০০ দিরহাম। তা দিয়ে খরচ চালিয়ে মায়ের ভালো চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। দিন-রাত আল্লাহকে ডাকছিলেন। এরই মধ্যে যেন তার ডাকে সাড়া দেন মহান সৃষ্টিকর্তা। মোহাম্মদ হোসেন এই শীতের সময়ে নিজের জন্য একটি জ্যাকেট কিনতে যান দুবাইয়ের একটি শপিং মলে। সেখানকার দুবাই শপিং মল’স গ্রুপ থেকে তিনি র‌্যাফেল ড্রতে জিতে যান ওই ৪০ হাজার দিরহামের পুরস্কার। অমনি অনেক কষ্টের মাঝে, আনন্দে চোখ ভিজে ওঠে মোহাম্মদ হোসেনের। তিনি কেঁদে ফেলেন। বলেন, আমার মা এক মাস হলো হাসপাতালে আইসিইউতে। বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানোর মতো অর্থ আমার ছিল না। কিন্তু অলৌকিকভাবে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি দুবাই শপিং মল’স গ্রুপের র‌্যাফেল ড্রতে পুরস্কার জিতেছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। ভাই থাকে চট্টগ্রামে। তাকে বলেছি, মায়ের সবচেয়ে ভালো চিকিৎসা করাতে। কারণ, মা’র চেয়ে বড় আর কিছু নেই আমার কাছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status