ভারত

গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির হাত ছেড়ে দিল

কলকাতা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৮:২৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বিজেপির হাত ছেড়ে দেবার ঘোষণা দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।  মঙ্গলবার দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মোর্চার প্রধান বিনয় তামাং জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে না গোর্খা জনমুক্তি মোর্চা। অথচ গত এক দশক ধরে রাজ্যে বিজেপির একমাত্র শরিক ছিল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সমর্থনে ২০০৯ সালে বিজেপির হয়ে দার্জিলিং থেকে জয়ী হয়েছিলেন যশবন্ত সিনহা। এরপর ২০১৪ সালে ফের বিজেপি নেতা সুরেন্দ্র সিং আলুয়ালিয়া মোর্চার সমর্থনে জয়ী হয়েছিলেন। এর আগে মোর্চা প্রথম সমর্থন দিয়েছিল কংগ্রেসের দাওয়া নরবুলাকে। অবশ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী পাহাড় দখলে মরিয়া চেষ্টা চালিয়েছেন। মোর্চা নেতা বিমল গুরুংকে কোনঠাসা করে পাহাড় ছাড়তে বাধ্য করা হয়েছে। এরপর থেকেই রাজ্য সরকারের সহায়তায় বিনয় তামাং পাহাড়ের নেতা হয়ে উঠেছেন। মমতার হাত ধরেই তিনি জিটিএ-র প্রধানের পদে বসেছেন। মমতার অনুগত বিনয় তামাং ব্রিগেডের বিরোধী সমাবেশেও হাজির ছিলেন। তাই মোর্চা যে বিজেপিকে ছেড়ে দিতে চলেছে তা আগেই স্পষ্ট হয়েছিল। ফলে দার্জিলিংয়ে বিজেপিকে আগামী নির্বাচনে কঠোর লড়াইয়ের মুখে পড়তে হবে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status