দেশ বিদেশ

সাবেক দুই আইজিপি’র জামিন

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪৯ পূর্বাহ্ন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত দুই বছরের সাজা থেকে খালাস চেয়ে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকের (আইজিপি) করা আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের ছয়মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সাবেক দুই আইজিপি হলেন- শহিদুল হক ও আশরাফুল হুদা। জামিন পাওয়ায় তাদের কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। খালাস চেয়ে করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আরশাদুর রউফ ও জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ্‌। পরে আইনজীবী জামিলুর রহমান বলেন, আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ফলে তাদের কারামুক্তিতে বাধা নেই। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ্‌ বলেন, বিচার চলাকালে তারা ১৪ মাস সাজা ভোগ করেছেন এ যুক্তিতে আদালত জামিন দিয়েছেন। বিচারিক আদালতও তাদের জামিন দিয়েছিলেন। রায়ের কিছুদিন আগে তাদের জামিন বাতিল হয়। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। ২০১৮ সালের ১০ই অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। এছাড়া বিএনপি’র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় ১১ আসামিকে। এর মধ্যে শহুদুল হক ও আশরাফুল হুদার দুই বছরের সাজা দেন আদালত। প্রসঙ্গত ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, প্রয়াত সাবেক  প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status