বাংলারজমিন

সাবেক এমপি খন্দকার আবদুল বাতেন আর নেই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর প্রধান জননেতা খন্দকার আবদুল বাতেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাতে ঢাকা ন্যাম ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি  করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন। সোমবার বেলা ১.৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের নিজ গ্রাম কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। সাবেক এমপি খন্দকার আবদুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত এমপি আহসানুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status