দেশ বিদেশ

মরণোত্তর অঙ্গ দানে এগোচ্ছে পশ্চিমবঙ্গ, বাঁচছে অনেক জীবন

মানবজমিন ডেস্ক

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:৫০ পূর্বাহ্ন

 ‘ব্রেন ডেথ’ রোগীর কিডনি, হার্ট, লিভার-সহ বিভিন্ন অঙ্গ একজন অসুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপিত করে রোগীকে নতুন জীবন দেয়া সম্ভব। এই মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ক্রমশ এগিয়ে চলছে। পশ্চিমবঙ্গে কিডনি, লিভার, হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের ফলে উপকৃত হচ্ছেন অনেক রোগী। এবার রাজ্য তথা দেশের প্রথম সরকারি হাসপাতাল হিসেবে মেডিকেল কলেজে বিনামূল্যে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ডয়চে ভেলে। বেহালা ম্যান্টনে শর্মিষ্ঠা দাস চাকরি করেন। হঠাৎ দেখা দিলো কিডনির সমস্যা। ডায়ালাইসিস করতে করতে প্রচুর অর্থ খরচ হচ্ছে। অন্যের কিডনি নিয়ে প্রতিস্থাপন করানোর মতো সামর্থ্য কোথায়? কিডনি কেনাবেচার জগৎ সম্পর্কে তাদের জানাও নেই। অতএব দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সপ্তাহে দুটো করে ডায়ালাইসিসই ছিল ৩৮ বছর বয়সী শর্মিষ্ঠার ভবিতব্য। ডয়চে ভেলেকে শর্মিষ্ঠা বললেন, আড়াই বছর ডায়ালাইসিস করার পর আজ ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আমার সেই সামর্থ্য ছিল না। আজ ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের জন্যই আমি ভালো হতে পেরেছি। মুর্শিদাবাদের বাসিন্দা ৪৮ বছরের হাবিবুর রহমানেরও একই অবস্থা। তার হৃৎপিণ্ড না প্রতিস্থাপন করালেই নয়, এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো। এত টাকা কোথা থেকে মিলবে- চিন্তা ছিল সেটাই।
সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে রাজ্যে মরণোত্তর অঙ্গ দানের হার বেড়েছে। ২০১৮-তে ৩৮টি ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট বা মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন হয়েছে।
 গত বছরের শেষে ২০ বছরের সজল কর গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর চোট পান। ছেলে আর ফিরে আসবে না জেনেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার পরিবার অঙ্গ দানের সিদ্ধান্ত নেয়। ব্রেন ডেথ হওয়া সজলের হার্ট পান কলকাতা মেডিকেল কলেজের রোগী হাবিবুর। একটি কিডনি পান বেহালার শর্মিষ্ঠা। এভাবেই সজলের অঙ্গপ্রত্যঙ্গে নবজীবন লাভ করেছেন আরো একাধিক রোগী।
 মেডিকেল কলেজের চিকিৎসক ডা. উষ্ণীষ চক্রবর্তী বলেন, ডাক্তাররা যখন রোগীদের ওষুধ দিয়েও সামাল দিতে পারেন না, তখন তারা প্রতিস্থাপনের জন্য পাঠান। অঙ্গ অচল এমন রোগীদের একটা রেজিস্ট্রার আছে। ব্রেন ডেথ রোগী পাওয়া গেলে জরুরিভিত্তিতে রোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। অঙ্গ দান সংক্রান্ত পরিকাঠামো উন্নত হচ্ছে। এমনকি এম্বুলেন্সে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অঙ্গ স্থানান্তরের জন্য সড়কে রয়েছে বিশেষ লেন, যার নাম গ্রিন করিডোর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status