খেলা

বাংলাদেশ থেকে গিয়েই চমক হাফিজের

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে গিয়েই জাতীয় দলের ব্যাট হাতে চমক দেখালেন মোহাম্মদ হাফিজ। আর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েও সমালোচনায় বিদ্ধ দক্ষিণ আফ্রিকার শীর্ষ ব্যাটসম্যান হাশিম আমলা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটে জয় দেখে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ২৬৬/২ সংগ্রহের জবাবে শেষ ওভারে জয় নিশ্চিত করে সফরকারীরা। ব্যাট হাতে ৬৩ বলে হার না মানা ৭১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ।  ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছিলেন মোহাম্মদ হাফিজ। এখানে চার ইনিংসে হাফিজের সংগ্রহ ২৯, ৬, ১৬, ২৬। শনিবার পোর্ট এলিজাবেথ মাঠে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান করেন ওপেনার ইমাম উল হক। তবে কার্যকরী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার কুড়ান হাফিজই।
সেন্ট জর্জেস পার্ক মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ৮২ রান জমা করেন ওপেনার আমলা ও হেনড্রিকস। আর দ্বিতীয় উইকেটে আমলা ও ভ্যান ডার ডুসেনের ১৫৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১২০ বলের ইনিংসে ১০৮ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা। ওয়ানডে ক্যারিয়ারে এটি আমলার ২৭তম সেঞ্চুরি। এতে গর্বের এক রেকর্ডে আমলা পেছনে ফেলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে। ওয়ানডে ক্যারিয়ারে কোহলির ২৭ সেঞ্চুরি পূর্ণ হয় নিজের ১৬৯তম ইনিংসে। আমলা এ ল্যান্ডমার্ক ছুঁলেন ২ ইনিংস কম খেলে। কিন্তু শনিবার আমলা দলকে উপহার দিয়েছেন লজ্জার রেকর্ডও। গত ২৭ বছরে ওয়ানডেতে কোনো দলের ৫০ ওভার ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে সংগৃহিত সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এতে ভেঙেছে এক যুগ আগে ভারত-ইংল্যান্ড ম্যাচের রেকর্ডটি (ইংল্যান্ড ২/২৮৮)। আর নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার প্রতিপক্ষের ইনিংসে মাত্র ২ উইকেট ফেলার পর ব্যাটিংয়ে নেমে জয় দেখলো পাকিস্তান। শনিবার ম্যাচ শেষে আমলাকে ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন সমর্থকরা। ওয়ানডেতে ১২ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন আমলা। আর ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু  প্লেসি বলেন, ‘ওরা দারুণ ব্যাট করেছে। তবে আমাদের ১৫ থেকে ২০ রান সম্ভবত কম হয়েছে, যা আরেকটু চালিয়ে খেললে তুলে নেয়া যেত।’ ম্যাচে ডুসেন ৯৩ ও হেনড্রিকস করেন ৪৫ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status