বাংলারজমিন

সেনবাগে স্কুলের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন, উত্তেজনা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন

সেনবাগের চিলাদী সরকারী প্রা: বিদ্যালয়ের আড়াই শতক ভূমি উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গাজী তুহিন আফরোজ কর্তৃক অবৈধ দখলের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, স্কুল, মাদরাসার ছাত্রছাত্রী শিক্ষক ও স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোলেমান মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্কুল কমিটির সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন মিলন, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ও স্কুল কমিটির সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, স্কুল কমিটির সদস্য আ: মালেক সদস্যা নাজমা বেগম, আবদুল খালেক মাস্টার ও আবদুর রহিম প্রমুখ।  বক্তারা সাংবাদিকদের বলেন, গত ৩ দিন আগে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গাজী তুহিন আফরোজের নেতৃত্বে স্কুলের পেছনে আড়াই শতক ভূমি জোর পূর্বক মাটি ভরাট করে দখলে নেয়। স্কুলের ভূমি রক্ষায় দুটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী এতে বাধা দিলে দু’গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানান। অবৈধ দখলদারিত্ব অবসানের বিষয়টি এলাকাবাসী উপজেলা ও থানা প্রশাসনকে জানালে পুলিশ এবং তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। যুব মহিলা লীগ ও স্থানীয় আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে গতকাল দুপুরে ছাতারপাইয়া ইউপির চিলাদীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা শিক্ষা অফিসার আলহাজ কামরুন নাহার। তিনি গণমাধ্যমকে বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও স্কুলের ভূমি রক্ষায় ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে মানববন্ধন চলাকালে যুব মহিলালীগ নেতা তুহিন আফরোজের মাতা গাজী শাহিন স্কুল মাঠে মাটি ভরাট ও দখলের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, উচ্ছেদ করলে সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে। আমার মেয়েকে নাজেহাল করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে না এলে যেকোনো মুহূর্তে দু’গ্রুপে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status