শেষের পাতা

এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর যাচ্ছেন। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ। এরশাদের ব্যক্তিগত একজন চিকিৎসক মানবজমিনকে জানিয়েছেন, তার প্রধান সমস্যা হচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখন তার শরীরে ঠিকভাবে রক্ত তৈরি হচ্ছে না। রক্তশূন্যতা থাকায় মাঝেমধ্যে তাকে ব্লাড ট্রান্সমিশন করে আগেও ব্লাড দেয়া হতো।

যখনই তার ব্লাড এমন হয় তখন তাকে ব্লাড দেয়া হয়। এসময় তার শরীর দুর্বল হয়ে পড়ে। সাধারণত হিমোগ্লোবিন লেভেল ১০/১১ থাকতে হবে কিন্তু তার ৭/৮ হয়ে যাচ্ছে। এ কারণে তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন, বুকে ব্যথা হয়, কথা বলতে সমস্যা হয়। এ ছাড়া এরশাদ সাহেবের লিভারে যে সমস্যা ছিল তার অনেকটা উন্নতি হয়েছে। এর বাইরে তার খাওয়া-দাওয়া সব কিছুই ঠিক আছে। তিনি বরাবরই অল্প খাওয়া-দাওয়া করেন। এখনো সেটা মেনে চলেন। তাকে সিঙ্গাপুরে কেন নেয়া হচ্ছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, এর আগেও ১৬ দিন তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন। তাকে আরো ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। সব কিছুই ঠিক আছে। তবে বার্ধক্যজনিত কারণ তো রয়েছেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status