দেশ বিদেশ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থাপন করে চিকিৎসাসেবা প্রদান করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মেডিকেল ক্যাম্পে রোগীদের সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেডিসিন, সার্জারি, চর্মরোগ, চক্ষু রোগ, চোখ ও নাক, কান গলা; ও শিশু রোগের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে দলটি। কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এছাড়া, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা হয়।
জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের সেক্টর ও ফোর্স কমান্ডার। তিনি ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম ও শৈশবে তার ডাক নাম ছিল কমল। তার পিতার নাম মনসুর রহমান ও মা জাহানারা খাতুন ওরফে রানী। রসায়নবিদ পিতার কর্ম সূত্রে তিনি কলকাতার হেয়ার স্কুল ও করাচি একাডেমি স্কুলে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে করাচিতে ডি. জে. কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। মুক্তিযুদ্ধের পর তিনি প্রথমে ডেপুটি ও পরে সেনাপ্রধান নিযুক্ত হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে যে অস্থিরতা তৈরি হয় তখন তাকে গৃহবন্দি করে রাখা হয়। ৭ই নভেম্বর সিপাহি জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করেন এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। প্রথমে সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ, উপ-প্রধান সামরিক আইন প্রশাসক ও পরে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। কূটনীতি, কৃষি, বিদেশে শ্রমবাজার, অর্থনৈতিক উন্নতিতে একের পর এক যুগান্তকারী উদ্যোগ নেন। তিনি চার বছর সফল রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তারই সহধর্মিণী খালেদা জিয়ার নেতৃত্বে আরো তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status