বাংলারজমিন

হালুয়াঘাটে ধানের বাজারে কারসাজি!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:২২ পূর্বাহ্ন

অসাধু ধান সিন্ডিকেট মহাজনের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন হালুয়াঘাট বাজারের সাধারণ কৃষকরা। ধানের ওজনে কারসাজি করে দিনের পর দিন ঠকিয়ে আসছিল সাধারণ কৃষকদের। এ নিয়ে গত ৮ই জানুয়ারি আনন্দ টিভিতে ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও মানবজমিন হালুয়াঘাট প্রতিনিধি ওমর ফারুক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওজনে কারসাজির প্রমাণ পেয়ে ৫ ধান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন ধারাবাজারের সাইদ ট্রেডার্সের আ. হাই, তাসিন এন্টারপ্রাইজের বিপুল ইসলাম, ধান ব্যবসায়ী রেজাউল করিম, হুমায়ূন কবির ও হালুয়াঘাটের ইমন ট্রেডার্সের আবদুস সালাম। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status