বাংলারজমিন

‘মেধাবৃত্তি পুরস্কার শিক্ষার্থীদের শিক্ষার্জনে আগ্রহ বাড়ায়’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য উৎসাহ প্রদানের প্রয়োজন। প্রতিটি স্কুলে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করলে ছাত্রছাত্রীরা শিক্ষার্জনে আগ্রহ পাবে। শিক্ষার্থীদের মেধাবী করে তুলতে মরহুম আজিজুর রহমান মেধাবৃত্তি পুরস্কার প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশন থেকে যেসব সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি গতকাল নগরীর শিবগঞ্জ সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আজিজুর রহমান মেধাবৃত্তি পুরস্কার-২০১৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও সহসভাপতি ইসমাইল মাহমুদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ নাহিদা পারভিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রায়, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী আতিকুর রহমান বাদশা, সৈয়দ আবদুল কুদ্দুছ, আবিদুর রহমান বাবলু, মো. সেলিম চৌধুরী, আজাদ বখত শাহীন, সিরাজ উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলকণ্ঠ দাস, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. শাম্মী আক্তার আয়শা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status