খেলা

‘শচীনকেও রাগতে দেখেছি তবে ধোনিকে নয়’

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

টানা তিন অর্ধশতক হাঁকিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনিই। আর সিরিজ শেষে অভিজ্ঞ শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ ভারত দলের কোচ রবি শাস্ত্রী। ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবে আলাদা খ্যাতি রয়েছে মহেন্দ্র সিং ধোনির। আর কোচ রবি শাস্ত্রী বলেন, ‘শচীনকেও (টেন্ডুলকার) মাঠে রাগতে দেখেছি তবে ধোনিকে কখনোই নয়।’ আর ভারতীয় ব্যাটসম্যান কেদার যাদব বলেন, উইকেটের অন্য প্রান্তে মহেন্দ্র সিং ধোনি থাকা মানেই ব্যাটিং করা সহজ হয়ে যায়। তখন দুটো মাথা নিয়ে খেলা যায়। একটা নিজের, অন্যটা ধোনির। যা সব সময় দারুণ সুবিধার ব্যাপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মেলবোর্নে চতুর্থ উইকেটে ম্যাচজয়ী অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়েন ধোনি-যাদব। শেষ পর্যন্ত হার না মানা ৮৭ রানের ইনিংস খেলেন ৩৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমএস ধোনি।  আর ভারতের জয় শেষে ধোনির প্রশংসায় কোচ রবি শাস্ত্রী বলেন, ‘এটি সম্ভব না। এমন ক্রিকেটার ৩০-৪০ বছরে একবারই আসে। সে চলে গেলে যে শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করা খুব কঠিন।’ রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করাটা ধোনির বড় গুণ। আর শাস্ত্রী বলেন, সে (ধোনি) কিংবদন্তি। মাঠে কাউকে কখনো এত শান্ত থাকতে দেখিনি। শচীনকেও অনেকবার রাগতে দেখেছি। কিন্তু তাকে কখনো দেখিনি। সে শূন্য কিংবা একশ করুক, বিশ্বকাপ জিতুক, কিংবা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ুক, সব সময় একই মানুষ থাকবে। এটা কীভাবে সম্ভব তা ভেবে বিস্মিত হই। এবারের অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতে ইতিহাস গড়ে ভারত। অস্ট্রেলিয়া সফরে ভারতের ৭১ বছরের ইতিহাসে এটি প্রথম টেস্ট সিরিজ জয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status